এই প্রথম আনুষ্ঠানিকভাবে পঞ্চগড়ে ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং এর উপর দু' দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। প্রশিক্ষণ কর্মশালায় প্রথম দিনে পঞ্চগড়ের আগ্রহী শিক্ষার্থীর ব্যাপক উৎসাহ ও উপস্থিতির মাধ্যমে সফলভাবে সমাপ্ত হয়। আজকের কর্মশালার উদ্বোধক ছিলেন প্রফেসর দেলওয়ার হোসেন প্রধান অধ্যক্ষ, মকবুলার রহমান সরকারি কলেজ, পঞ্চগড় । প্রধান আলোচক ছিলেন সফিকুল ইসলাম, সাবেক অধ্যক্ষ, ভজনপুর ডিগ্রী কলেজ, পঞ্চগড়। এছাড়াও পঞ্চগড়ের প্রতিষ্ঠিত ফ্রিল্যান্সারগণ আলোচক হিসাবে উপস্থিত ছিলেন। ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং এর পাশাপাশি গ্রাফিক্স ডিজাইনের উপর মূল আলোচনা করা হয়।
বর্তমান সময়ের প্রয়োজনীয় চাহিদানুযায়ী এই পেশা এগিয়ে যাচ্ছে এবং এই প্রশিক্ষণের মাধ্যমে অধিক অর্থ উপার্যণ করা যায় বলে তাদের বিশ্বাস।
২য় দিনের কর্মশালা আগামী ১৫ ফ্রেরুয়ারি। আগ্র্রহী শিক্ষার্থীদের সাদর আমন্ত্রণ জানিয় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
আয়োজনে: হিমালয় কম্পিউটার ট্রেনিং এন্ড সেলস সেন্টার, পঞ্চগড়।
১০ ফেব্রুয়ারি ২০২১